Insect BD

প্রশ্নোত্তর (FAQ)

Mealworm নিয়ে আপনার সাধারণ জিজ্ঞাসার সহজ উত্তর— যাতে নিশ্চিন্তে অর্ডার করতে পারেন।

সবচেয়ে বেশি জিজ্ঞাসা

হাস-মুরগি কি মিলওয়ার্ম খায় ?

সুপার ওয়ার্ম বড় হাস-মুরগি ভালো খাবে। জায়েন্ট মিলওয়ার্ম ছোট বড় সব মুরগি ভালো খেতে পারবে। তা ছাড়া ড্রাই পোকা দিতে পারবেন যেকোনো টাই। জীবিত বা ভাজা ২ টাই ভালো হবে ।

কিভাবে মিলওয়ার্ম খাওয়াবো ?

যেকোনো পোষা প্রাণীকে দিন হিসাবে একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণে দিতে হবে। তা আমরা আপনাকে জানিয়ে দিব। বেশি পরিমাণে খাওয়ালে সমস্যা হতে পারে।

বাজ্রিগার পাখি কোনটা খায় ??

বাজ্রিগার পাখি স্মল ওয়ার্ম টা ভালো খায়। তা ছাড়াও ড্রাই মিলওয়ার্ম টা হাল্কা গুড়া করে সফট ফুড এর সাথে মিশিয়ে দিতে পারবেন।

কোকাটেল পাখি কি খাবে এগুলো ??

লাভ বার্ড, ককাটেল, টিয়া পাখি বা কনুর টাইপের কোন পাখি জীবিত পোকা অভ্যাস ছাড়া খাবে না। ড্রাই বা পাওডার মিলওয়ার্ম টা সফট ফুড বা মিক্সড ফুড মিশিয়ে দিলে ভালো খাবে।

আমি কোয়েল পাখি পালি কোনটা নিতে পারব ??

কয়েল পাখির জন্য স্মল ওয়ার্ম টাই ভালো। তবে জায়েন্ট মিলওয়ার্ম এর বাচ্চা সাইজ টাও ভালো খাবে। ২ টার দাম একই এবং ভিটামিনও একি।

গাপ্পি, মলি বা বেটটা মাছের জন্য কোনটা লাগবে ??

গাপ্পি বা ছোট সাইজের সব মাছ এর জন্য পাওডার বা ড্রাই মিলওয়ার্ম নিতে পারেন।

কোন কোন প্রাণীর জন্য ভালো?

পাখি (লাভবার্ড, বাজি, ময়না), রেপ্টাইল (গেকো, বেয়ার্ডেড ড্রাগন, টার্টল), এবং মাছ (অস্কার, অ্যারোয়ানা, কই) — প্রায় সকল প্রাণীর জন্যই উপযোগী।

এগুলো নিলে কি উৎপাদন করা সম্ভব ??

জী সম্ভব , তবে আপনাকে ব্রিডিং সেটআপ বানাতে হবে এবং সম্পূর্ণ দক্ষতা অর্জন করতে হবে। অনলাইনে দেখে আপনার পছন্দ মত একটা সেটআপ বানাতে পারবেন। তারপর পোকা নিয়ে সেখানে রাখতে হবে। এবং প্রতিদিন দেখা শোনা করতে হবে যেন হিউমিডিটি বা টেম্পারেচার কম বেশি না হয়।

কীভাবে ডেলিভারি করেন আপনারা ??

ঢাকায় সহ যেকোনো জেলায় স্টেড ফাস্ট বা পাঠাও কুরিয়ারে হোম ডেলিভারি দেওয়া হয়।

প্রস্তুত? আপনার প্রাণীর জন্য মিলওয়ার্ম নিতে ?

স্টক সীমিত— আজকের অর্ডার আজই প্রসেস করা হয়।

📞 🟢