Insect BD

কেন মিলওয়ার্ম আপনার পোষা প্রাণীর জন্য সেরা খাবার

আপনার পোষা প্রাণীকে প্রাকৃতিকভাবে পোকা মাকড়ের স্বাদ খেতে দিলে দ্রুত শারীরিক ও মানসিক গঠন বৃদ্ধি পায়।

এটি ন্যাচারাল একটি খাবার তাই নিরাপদ ও সাশ্রয়ী — তাই আজই বেছে নিন Insect BD এর মানসম্মত মিলওয়ার্ম।

৪টি বড় কারণ — কেন Mealworm

প্রাণীদের আকৃষ্ট ও দ্রুত পোষ মানায়

লাইভ নড়াচড়া করে দেখে প্রায় সকল প্রাণী অনেক আনন্দের সাথে এই খাবার উপভোগ করে। পাখি, মাছ, এক্সটিক প্রাণী, রেপ্টাইল ইত্যাদি সাথে সাথে খেতে শুরু করে।

পুষ্টিকর ও গুন সম্পন্ন

প্রোটিন ও ম্যাক্রোনিউট্রিয়েন্ট এর এমন একটি ব্যালেন্স আছে যা — প্রাণীর গ্রোথ, মোল্ট, ব্রিডিংয়ে দ্রুত কার্যকারী ভূমিকা রাখে।

মিলওয়ার্ম নিরাপদ

জীবাণুমুক্ত সাবস্ট্রেট, স্বাস্থ্যসম্মত ও কন্ট্রোল্ড ফিডিং এবং ২৪ ঘণ্টা নির্ধারিত টেম্পারেচার ও হিউমিডিটি কন্ট্রোলের মাধ্যমে আমরা মিলওয়ার্ম উৎপাদন করে থাকি।—অর্থাৎ এটি অবশ্যই প্রাণীর জন্য স্বাস্থ্যসম্মত ।

মিলওয়ার্ম সাশ্রয়ী একটি খাবার

আমরা প্রায় ১০ বছরের অধিক সময় ধরে ব্রিডার-গ্রেড কোয়ালিটির মিলওয়ার্ম তৈরি করে যাচ্ছি — যার ফলে আমাদের রেগুলার গ্রাহকের সংখ্যাও বেশি।

মিলওয়ার্ম খাওয়ালে যা পরিবর্তন হয়।

তৎক্ষণাৎ রেসপন্স

হজম শক্তি বৃদ্ধি পায় ও খাওয়ার আগ্রহ বাড়ে ।

🪶

কন্ডিশনিং বুস্ট, পরিবর্তন।

পালক/স্কেল ঝকঝকে হয়, মুভমেন্ট এনার্জি বাড়ে, ব্রিডিং/মোল্টে যেতে সাহায্য করে।

🛡️

স্ট্রেস কমে

ইজি-টু-ডাইজেস্ট লাইভ বা ড্রাই মিলওয়ার্ম, যাতে প্রাণীদের বাড়তি চাপ কমে যায় এবং আপনার পোষা বানিয়ে ফেলে।

ড্রাই ওয়ার্ম নাকি লাইভ মিলওয়ার্ম ??

লাইভ মিলওয়ার্ম: লাইভ মিলওয়ার্ম হলো জীবন্ত, পুষ্টিকর এবং প্রোটিন ও আর্দ্রতা সমৃদ্ধ যা পশুদের জন্য আদর্শ, বিশেষ করে পানি সরবরাহ কাজে লাগে। তাছাড়া জীবন্ত হওয়ায় এরা প্রাণীদের জন্য একটি আকর্ষণীয় খাদ্য এবং শিকারের একটি প্রাকৃতিক অংশ হয়।
ড্রাই মিলওয়ার্ম: ড্রাই মিলওয়ার্ম হলো প্রক্রিয়াজাত করা শুকনো মিলওয়ার্ম, যা প্রোটিনের একটি ভালো উৎস হলেও এতে আর্দ্রতা থাকে না তাই এটি সংরক্ষণের জন্য সুবিধাজনক।
কখন কোনটি ব্যবহার করবেন: যখন আপনার প্রাণীর অতিরিক্ত প্রোটিন ও আর্দ্রতার প্রয়োজন হয়, অথবা যখন তারা জীবন্ত খাবার পছন্দ করে, তখন লাইভ মিলওয়ার্ম ব্যবহার করা ভালো। যখন খাবার সংরক্ষণ বা পরিবহনের প্রয়োজন হয়, তখন ড্রাই মিলওয়ার্ম ব্যবহার করা একটি সহজ ও কার্যকর সমাধান।

গ্রাহকদের ও আমাদের অভিজ্ঞতা নিয়ে কিছু কথা

“আমরা নিজেরাও সৌখিন মানুষ, যার জন্য আমরা জানি সৌখিন হিসেবে আপনিও আপনার পোষা প্রাণীকে কেমন ভালবাসতে পারেন।
“২০১৫ সাল থেকে অসংখ্য গ্রাহক সেবা দিয়ে বাংলাদেশের প্রেক্ষাপটে জেই অভিজ্ঞতা হয়েছে, সেই বাস্তব অভিজ্ঞতা দিয়ে আপনাদের সাপোর্ট দিতে ও নিতে চাই আমরা।
“আমরা চাই খাঁচায় বন্দী বা ঘরোয়া ভাবে পালা প্রাণীরা পোকা মাকড়ের স্বাদ যেন নিতে পারে।

যদি এখনও কোন দ্বিধা থাকে তাহলে !!

আমার প্রাণী খাবে তো ?

লাইভ মুভমেন্ট দেখলন বেশিরভাগ প্রানি খেয়ে নেয়। প্রথমে কম করে নিয়ে ট্রাই করুন, ভালো খেলে বেশি নিন। তা ছাড়া ChatGPT বা Google এ সার্চ করলেও বলে দিবে। তাও না হলে আমাদের জানান।

মিলওয়ার্ম এর কোন পার্শ্বপ্রতিক্রিয়া আছে কি ?

আমরা ক্লিন সাবস্ট্রেট ও সতেজ খাবার দিয়ে জীবাণুমুক্ত ভাবে ওয়ার্ম ফারমিং করি। তবে একটা নিয়ম অনুযায়ী আপনার প্রানিকে খাওয়াতে হবে অতিরিক্ত খাওয়ালে সমস্যা হতে পারে।

এগুল কি কামড় দেয়? বা কোন বিষ আছে কি ?

জী না এগুলো কখনই কামর দেয় না, হাতে সহজেই ধরা যায়। একটা প্লাস্টিক এর বক্স এ রাখলে এরা আর বের হতে পারে না। এগুলো উরতেও পারে না। তবে বাসায় নিতে বেশি দ্বিধা বোধ হলে ড্রাই মিলওয়ার্ম টি নিন। যেটা কৌটায় অন্যান্য খাবারের মতই থাকে। ।

আজকের অর্ডার আজই প্রসেস করা হয়।

আমাদের কাছে সব সময় ওয়ার্ম পাবেন — আপনার পোষা প্রানিকে এখনই খুশি করুন।

📞 🟢